আব্দুল মতিন, চাটমোহর (পাবনা) : পাবনার চাটমোহরে শনিবার বিকেলে বজ্রপাতে মহিলাসহ ২ জন নিহত ও ৩ জন গুরুত্বর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন, বিলচলন ইউনিয়নের বোঁথর গ্রামের জাকের আলীর ছেলে শান্ত হোসেন (১২) ও একই ইউনিয়নের দোদারিয়া গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী রেহানা খাতুন (২৫)।
অপরদিকে বিলচলন ইউনিয়নের বোঁথর গ্রামের মৃত কোকিল উদ্দিনের ছেলে কাবিল হোসেন (৫১), একই গ্রামের আলমাস আলী স্ত্রী রেহেনা খাতুন (৪৫) ও শহিদুল ইসলামের স্ত্রী বেলী খাতুন (৩২) গুরুত্বর আহত হয়েছেন। এদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা ও নিহতের স্বজনরা জানান, বোঁথর গ্রামের শান্ত হোসেন ও দোদারিয়া গ্রামের রেহেনা খাতুন বৃষ্টির সময় মাঠের মধ্যে রসুন উঠানোর কাজ করছিলেন। এসময়ে বজ্রপাত হলে জমিতে তারা মারা যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।
এব্যাপারে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডাঃ সজিবুর রহমান জানান, বজ্রপাতে ২ জনের মারা গেছে। গুরুত্বর আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
খবর পেয়ে হাসপাতালে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার সরকার অসীম কুমার। এ সময় তিনি নিহত দুই পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা করে মোট বিশ হাজার টাকা সহযোগিতা দেন এবং শুকনো খাবার দেন।
এব্যাপারে চাটমোহর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ শরিফুল ইসলাম জানান, বজ্রপাতে নিহত দুইজন মাঠ থেকে রসুনের জমিতে কাজ করছিলেন। মৃত দুই জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।