চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে মঙ্গলবার সকালে রাজনৈতিক সংস্কৃতি সৃষ্টির লক্ষে শান্তিপূর্ণ সহ অবস্থান ও সহিংসতা পরিহার কল্পে বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহনে নাগরিক সংলাপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে ডি,আই’র অর্থায়নে রূপান্তর ও পাবনা প্রতিশ্রুতির আয়োজনে নাগরিক সংলাপ কর্মশালা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসিম কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা, জেলা পরিষদের সদস্য হেলাল উদ্দিন। হারডো’র নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলমের পরিচালনায় কর্মশালায় বক্তব্য দেন, দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, প্রেসকাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, ব্যবসায়ী সমিতির সভাপতি বেলাল হোসেন স্বপন,
পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক অশোক চক্রবর্তী, রোকসানা পারভীন, হোসনেয়ারা হাসি, অন্তরা খাতুন, ডি,আই’র প্রতিনিধি মাসুদ আহমেদ, পাবনা প্রতিশ্রুতির উপ-পরিচালক মো. মনির হোসেন, মনিটরিং কো-অডিনেটর রবিউল ইসলাম, মুজতাবা আব্দুল আহাদ, এম এ আলিম রিপন প্রমুখ। কর্মশালায় উপজেলা প্রশাসন, সুশীল সমাজ, ধর্মীয় নেতা, রাজনৈতিক নেতৃবৃন্দ, যুব সমাজের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিবর্গ অংশগ্রহন করেন।