চাটমোহর (পাবনা) সংবাদদাতা : পাবনার চাটমোহরে গুমানী নদীতে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী বারুনীর গঙ্গাস্নান উৎসব অনুষ্ঠিত হয়েছে। উপজেলার নিমাইচড়া ইউনিয়নের করকোলা গ্রামে গুমানী নদীতে বুধবার সকালে শুরু হয় এ উৎসব। এ সময়ে পূণ্যার্থীর ভীড়ে করকোলা মিলনমেলায় পরিণত হয়।
চাটমোহর থেকে ৫ কিলোমিটার উত্তর দিয়ে প্রবাহিত গঙ্গার শাখা নদী গুমানীতে প্রতি বছর এ স্নান উৎসব অনুষ্ঠিত হয়। এদিন নদীর ঘাটে মেলা বসে। অষ্টমনিষা গ্রামের শ্রী বিষ্টপদ শীল জানান, আমাদের পূর্ব পূরুষদের কাছে শুনেছি গঙ্গা স্নানের মাধ্যমে পাপ ধুয়ে মুছে যায়। পাপ মোচন, পূণ্য লাভের আশায় আমরা গঙ্গা স্নান করে থাকি।
করকোলা গ্রামের ঋষি সম্প্রদায়ের প্রধান খিতিশ চন্দ্র দাস জানান, প্রায় চারশত বছর যাবত করকোলা গ্রামে গঙ্গা স্নান উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। পাবনা নাটোর সিরাজগঞ্জসহ আশ পাশের জেলার নারী পুরুষ ভক্তবৃন্দ এখানে স্নান উৎসবে যোগ দেন। মনের বাসনা পূরণে তারা প্রার্থনা করেন।
পৌর সদরের বালুচর গৌরাঙ্গ মহা প্রভূর আখরার পুরোহিত প্রশান্ত কুমার বাগচী জানান, প্রতি বছর দোলের ১২ দিন পর মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথীতে এখানে গঙ্গা স্নান উৎসব অনুষ্ঠিত হয়।