ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের মোকারামপুর ব্রীজের পাশে ডাকাতি প্রস্তুতিকালে পুলিশের গুলিতে ডাকাত দলের প্রধান বাবুল আক্তার জয় (৩৫) গুলিবিদ্ধ হয়েছেন। গ্রেফতারকৃত জয় ঈশ্বরদী শহরের সাঁড়া গোপালপুর তালতলা এলাকার মৃত রহমত আলীর পুত্র।
এসময় তার নিকট হতে ২টি ধারালো রামদা এবং ১টি চাইনিজ কুড়াল উদ্ধার হয়েছে। ডাকাত দলের অপর ৬ সদস্য পালিয়ে যায়। গুলিবিদ্ধ জয়কে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের এবং পরে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহাউদ্দীন ফরুকী জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাত ২টার দিকে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার স্যারের নেতৃত্বে উপজেলার মুলাডুলি ইউনিয়নের মোকারামপুর ব্রীজের পাশে ডাকাতি প্রস্তুতির সময় পুলিশ ডাকাতদের ঘেরাও করে। এসময় ডাকাতেরা ধারালো অস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা চালালে পুলিশ গুলিবর্ষণ করলে জয়ের পায়ে গুলিবিদ্ধ হয়। অন্য সহযোগিরা পালিয়ে যায়।