আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলার বঙ্গবন্ধু লালন শাহ একাডেমি বাউল ভক্ত সংঘের উদ্যোগে সারারাত ব্যাপী ‘বাউল সম্রাট লালন শাহ স্মরনে ১৯তম বাৎসরিক সাধু সেবা সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল সোমবার দিবাগত রাতে পুস্তিগাছা ইয়াদ আলী মোল্লার শাহের আখড়াবাড়ী উপর অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র মো: শহিদুল ইসলাম রতন। এসময় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু লালন শাহ একাডেমি বাউল সংঘের সভাপতি মো: ইয়াদ আলী মোল্লা।
দেবোত্তর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আও.লীগের সাধারন সম্পাদক আবু হানিফ মোহাম্মদ মোহাঈমিনুল হোসেন চঞ্চল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক, আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী তানভীর ইসলাম, উপজেলা ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুজ্জামান টুটুল, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আজিজুল গাফফার, সাধারন সম্পাদক গোলাম মাওলা পান্নু ,
বঙ্গবন্ধু লালন শাহ একাডেমি বাউল সংগঠনের সহ-সভাপতি মো: আব্দুল কাদের, দেবোত্তর ইউনিয়ন আও.লীগের সাংগঠনিক সম্পাদক রজব আলী, জেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটির সদস্য নাজমুল আতিক, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, ৭নং ওয়ার্ড আও.লীগের সভাপতি আব্দুল লতিফ খান, সাধারন সম্পাদক মোর্শেদ আলম খান, ৬নং ওয়ার্ডে মেম্বার ওমর ফারুক,
৭ং ওয়ার্ডের মেম্বার আব্দুল আউওয়াল, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোফাজ্জল হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি বাঁধন, সাধারন সম্পাদক খাইরুল হাসান নাছিম সহ উপজেলার বিভিন্ন এলাকার পুরুষ/মহিলা ভক্ত বৃন্দ এসময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন দেবোত্তর ইউনিয়ন আও. লীগের সভাপতি পি,এম ইব্রাহীম খলিল, আও.লীগ নেতা লোকমান হোসেন।
সারারাত ব্যাপি সাংস্কৃতিক সন্ধায় গান পরিবেশ করেন এসোগড়ি মানব জীবন বিপিসি কুষ্টিয়ার শিল্পী মুক্তি সরকার, ফিরোজা পারভীন, মহিদুল ইসলাম, আয়েত আলী, আব্বাস, আজম আলী এবং পাবনার সাধ্যপাড়ার শিল্পী কথা সরকার প্রমূখ।