শিরোনামঃ

আজ শুক্রবার / ১৩ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ২৬শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ / ১৭ই শাওয়াল ১৪৪৫ হিজরি / এখন সময় দুপুর ১২:০৬

সিরাজগঞ্জে দূর্নীতির অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষর অপসারনের দাবীতে মানববন্ধন

শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ প্রতিনিধি : বিভিন্ন অনিয়ম, দূর্নীতি ও স্বেচ্চাচারিতার অভিযোগে সিরাজগঞ্জ হাজী আহমদ আলী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ শামছুল আলম এর অপসারনের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছেন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। শনিবার সকালে সিরাজগঞ্জ হাজী আহমদ আলী কামিল মাদ্রাসা প্রাঙ্গনে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

এসময় মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ শামছুল আলম এর বিরুদ্ধে ২০১৩ সালে নিজ সন্তান কে পরিক্ষা কেন্দ্রে না বসিয়ে বাড়িতে পরিক্ষা দেওয়ার অপরাধে ৩ বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত হন। এবং গভর্ণিং বডি তাকে সাময়িক বরখাস্ত করেন। পরে হাই কোর্টের আদেশে দায়িত্ব পালন করেন। ২০১৫/১৬ সালের অনুষ্ঠিত কামিল পরিক্ষার্থীদের কাছ থেকে ম্যাগাজিন প্রকাশ ও সনদ প্রদানের নামে লক্ষাধিক টাকা আত্মসাতে জেলা প্রশাসনের কারন দর্শানো নোটিশ প্রদান,

প্রতিষ্ঠানের গাছ কাটা, ল্যাপটপ চুরির অভিযোগ ছাড়াও ২০১৮ সালের কামিল পরিক্ষার্থীদের নিকট মৌখিক পরিক্ষা বেশী নম্বর দেয়ার নামে শিক্ষার্থী প্রতি ৬০০ টাকা আদায়ের অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭দিনের কারাদন্ড প্রদান করা হয়। এছাড়াও সকল পরিক্ষার ফরম ফিলাপের টাকা ব্যাংকে জমা না করে নিজের কাছে রাখার অভিযোগের ভিত্তিতে অধ্যক্ষের অপসারনের দাবীতে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap