শিরোনামঃ

আজ শুক্রবার / ১৩ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ২৬শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ / ১৭ই শাওয়াল ১৪৪৫ হিজরি / এখন সময় সকাল ১১:৫১

ফুলবাড়ীতে সমবায় সমিতির অফিস উ‌দ্বোধন ও দিন দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ শুরু 

কুড়িগ্রাম প্রতিনিধি: বুধবার কু‌ড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নে “খন্দকারপাড়া সা‌র্বিক গ্রাম উন্নয়ন সমবায় স‌মি‌তির শুভ উদ্বোধন করা হয়েছে।

সেই সাথে রাজস্ব খাতের আওতায় সমবায় সমিতি আইন ও বিধিমালা সম্পর্কে ধারণা অর্জন সমবায় ভিত্তিক উন্নয়ন মূলক কর্মকান্ডের বিস্তৃতকরন ও সমবায়িদের দক্ষ জনগোষ্ঠী হিসাবে গড়ে তোলার লক্ষে দিন দিনব্যাপী ভ্রাম‌্যমান প্রশিক্ষণের আয়োজন করা হয়।

২০১৪ খ্রীষ্টাব্দে খন্দকারপাড়া সা‌র্বিক গ্রাম উন্নয়ন সমবায় স‌মি‌তির শুভ সূচনা করেন। স‌মি‌তির কিছু উ‌ল্লেখ‌যোগ‌্য কার্যক্রম
২০১৯ খ্রীস্টাব্দে নিবন্ধনকালীন সময়ে স‌মি‌তির সদস‌্য সংখ্যা ছিল ২৩ জন, বর্তমানে ৩৭ জন।

নিবন্ধনকালীন সময়ে স‌মি‌তি‌টির সদস্যরা ১ টি দোকান ঘর ভাড়া নিয়ে তাদের কার্যক্রম প‌রিচালনা শুরু করে। বর্তমানে স‌মি‌তি‌টির নিজস্ব ঘর তৈরী করেছে।

স‌মি‌তির কাছ থেকে ঋণ নিয়ে সদস‌্যরা সেলাই, পাপস তৈরী, বাঁশ দিয়ে বি‌ভিন্ন উপকরণ তৈরীসহ অন‌্যান‌্য কাজ করে নিজেদেরকে আর্থ সামা‌জিক অবস্থার উন্নয়ন ঘটাচ্ছে।

এ স‌মি‌তি থেকে ৬ জন সদস‌্য, রংপুর, বগুড়া,লালম‌নিরহাট থেকে বি‌ভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নিয়ে নিজ এলাকায় উন্নয়নমূলক বি‌ভিন্ন কার্যক্রম শুরু করেছে। স‌মি‌তি‌টি মাত্র ২ বছরের মধ্যেই লাভজনক প্রতিষ্ঠান হয়ে সরকারী কোষাগারে ৩০০০ টাকা রাজস্ব খাতে জমা দিয়েছে।নিবন্ধনকালীন সময়ে স‌মি‌তির শেয়ার মূলধন ছিল ২১০০০ টাকা, বর্তমানে মূলধন দারিয়ে ৩৫০০০ টাকা।

৫০ তম জাতীয় সমবায় দিব‌সে ফুলবাড়ী উপ‌জেলায় ভালো কার্যক্রমের জন‌্য সফল সমবায় স‌মি‌তির পদক পেয়েছেন ।

খন্দকারপাড়া সা‌র্বিক গ্রাম উন্নয়ন সমবায় স‌মি‌তির সভাপতি শামীমা আক্তার খন্দকার পারুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ১ নং নাওডাঙ্গা ইউপি চেয়ারম্যান হাসেন আলী,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সাজাহান, উপজেলা সমবায় অফিসার কাউসার আলী,মৎস্য কর্মকর্তার পক্ষে শ্যামলী রাণী

উপজেলা সহকারী যুবউন্নয় কর্মকর্তা আব্দুর রহমান আরো উপস্থিত ছিলেন, ১ নাওডাঙ্গা ইউপি সদস্য বাবু মিয়া ৭ নং ওয়ার্ড,উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক পুতুল বেগমসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দ।
অনুষ্ঠাটি সঞ্চলনা করেন পিতাম্বর বর্মণ।

About zahangir press

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap