শিরোনামঃ

আজ বুধবার / ৮ই জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ২২শে মে ২০২৪ খ্রিস্টাব্দ / ১৪ই জিলকদ ১৪৪৫ হিজরি / এখন সময় সকাল ৬:০৩

পূর্ব শত্রুতার জেরে নারীকে মারপিট ও স্বর্ণের চেইন ছিনতাই

রনিকা বসু মাধুরী, বিশেষ প্রতিনিধি : রাজশাহীর আসাম কলোনির ১৮ নং ওয়ার্ডের শিল্পী আক্তার (২৬) নামে এক নারীকে কিল, ঘুষি, মারপিটেসহ গলায় থাকা প্রায় ১৪ আনা ওজনের স্বর্নের চেইন ছিনতাই করেছে বলে অভিযোগ করেন ওই নারী। শিল্পী আক্তার নামের ওই নারী বলেন রাজপাড়া থানাধীন জেল গেটের সামনে দুর্বৃত্তরা পূর্ব শত্রুতার জেরে আমি ও আমার স্বামী মোঃ শহীদুলের উপরে পূর্বপরিকল্পনা অনুযায়ী হামলা চালায়।শিল্পী আক্তার নামের ওই নারী আরো বলেন আশেপাশের উপস্থিত থাকা লোকজন ঘটনাস্থলে ছুটে আসলে দুর্বৃত্তরা প্রকাশ্যে আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায়।

আমি এর সুষ্ঠু বিচার দাবী করি ।আমি আগেও চন্দিমা থানায় অভিযোগ করে রেখেছিলাম কিন্তু থানা থেকে কোনো সুষ্ঠু সুবিচার আমি পাইনি। আমার উপর এই হামলার আমি বিচার চাই। ওই হামলায় শিল্পী আক্তারসহ তার স্বামী মোঃ শহীদুল আহত হয়।গুরুতর আহত অবস্থায় শিল্পী আক্তারকে রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালের ৫০ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। পরবর্তীতে শিল্পী আক্তার চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে নিজে রাজপাড়া থানায় মামলা দায়ের করেন। মামলায় ১ নং আসামি মোঃ সোহেল বাবুসহ মোট ৬জনের বিরুদ্ধে মামলা করেন। এবং মামলার আরো আসামিরা হলেন ২ নং আসামি মোঃ সাদ্দাম (৩১)পিতা: মোঃ হামিদ ,৩ নং আসামি মোঃ সুমন(৩০) পিতা: মোঃ আঃরব, ৪ নং আসামি মোঃ ইমরান (৩০) ৫নং আসামি মোঃ রানা । ৬ নং আসামি মোঃ আলামিন । উল্লেখ্য থাকে যে এই মামলার দুই নাম্বার আসামী মোঃ সাদ্দাম ( ৩১)গত ২৯-৪-২০২২ তারিখ গভীর রাতে পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের অভিযান চলমান রয়েছে।লিল্পী আক্তারের করা অভিযোগে বিষয়ে ১ নং আসামি সোহেল বাবুর কাছে জানতে চাওয়া হলে সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন এমন কোন ঘটনা সেখানে ঘটেনি। এবং তিনি আরো বলেন যে স্থানের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে,সেখানে থাকা সি সি টিভির ফুটেজ চেক করা হলে ঘটনার সত্যতা জানতে পারা যাবে বলে জানান। তিনি এমন কোন কিছুই করেননি বলে জানান।

About zahangir press

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap