শিরোনামঃ

আজ শুক্রবার / ১৩ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ২৬শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ / ১৭ই শাওয়াল ১৪৪৫ হিজরি / এখন সময় রাত ৯:২০

চলনবিলে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক সংস্কারে অগ্রগতি নেই, জনদুর্ভোগ

চলনবিল প্রতিনিধি : চলনবিলের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের তাড়াশ এলাকায় সংস্কার কাজ চলছে ধীরগতিতে। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
অভিযোগে প্রকাশ, এ মহাসড়কের তাড়াশ উপজেলার খালকুলা বাজার থেকে ১০নং ব্রীজ এলাকা পর্যন্ত প্রায় ২৬ কোটি টাকা ব্যয়ে প্রায় সাড়ে ১০ কিলোমিটার সড়কের সংস্কার কাজ করছে স্থানীয় সওজ বিভাগ। ঠিকাদারী প্রতিষ্ঠান প্রায় ১ মাস আগে এই কাজ শুরু করলেও কাজ চলছে অতন্ত ধীরগতিতে। যে কারণে এ সড়ক পার হতে যাত্রীদের সময় লাগছে প্রায় ৪ ঘণ্টা।

স্থানীয়রা বলছেন, মহাসড়কের একপাশ বন্ধ রেখে আরেক পাশ দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করে দেয়া হচ্ছে। এ কারণে সড়কের দু’পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। দীর্ঘ এ যানজট নিরসনে সংশ্লিষ্ট পুলিশের সহযোগীতা তেমন কাজে আসছে না। মহাসড়কের একপাশের সংস্কার কাজের পানি ও বর্জ গড়িয়ে পড়ায় যানবাহন চলাচলের রাস্তাও বেহালাবস্থা। ২৬ কোটি টাকা ব্যায়ের সংস্কার কাজ করানো হচ্ছে স্বল্প সংখ্যক শ্রমিক দিয়ে।

এ সংস্কার কাজের ধীরগতি অব্যাহত থাকায় রাজশাহী, চাপাই, নাটোরসহ দক্ষিণাঞ্চলের বাস যাত্রীদের প্রতিনিয়ত চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ কর্মকর্তরা বলছেন, শুক্র ও শনিবার যানজট একটু নিয়ন্ত্রণে থাকলেও বাকি দিনগুলোতে সারাক্ষণই তীব্র যানজটের সৃষ্টি হয়ে থাকে।

সিরাজগঞ্জ সওজ বিভাগের নির্বাহী প্রকৌশল আশরাফুল ইসলাম প্রামানিক ওই সড়কের উল্লেখিত এলাকায় সংস্কার কাজে ধীরগতি বিষয়ে স্বীকার করেন। তবে কি কারণে ধীরগতিতে এই কাজ চলছে সে বিষয়ে তিনি কোন মন্তব্য করতে অস্বীকার করেন। এ কাজ শেষ হতে আরো ২/৩ মাস সময় লাগতে পারে বলে তিনি উল্লেখ করেন।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap