শিরোনামঃ

আজ বুধবার / ৮ই জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ২২শে মে ২০২৪ খ্রিস্টাব্দ / ১৪ই জিলকদ ১৪৪৫ হিজরি / এখন সময় রাত ২:৫৪

আটঘরিয়ার বিভিন্ন ইউনিয়নে ঈদুল আজহার ভিজিএফ চাল বিতরণ

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নে ২০২২–২০২৩ অর্থ বছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সারা দেশে ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য ( চাল) ৬ জুলাই বুধবার একদন্ত ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিতরণ করা হয়।

চাল বিতরণকালে উপস্থিত ছিলেন এবং চাল বিতরণ উদ্ভোধন করেন আটঘরিয়া উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) আরিফুজ্জামান ।

এ সময় উপস্থিত ছিলেন একদন্ত ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন আলাল সরদার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার (ট্যাগ) কামরুজ্জামান খাজা, একদন্ত ইউপি সচিব আবুল কালাম আজাদ, একদন্ত ইউপি সদস্য ইসহাক আলি, আমির আলি, শহিদুল ইসলাম, আফতাব হোসেন, আব্দুল মোমিন, ফরহাদ হোসেন, রেজাউল করিম পান্না সহ সংরক্ষিত নারী সদস্যা সহ এলাকার সুধিজন।
অপর দিকে লক্ষীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক সরকার জানান, ১৫৭৮টি পরিবারকে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার

ব্যবস্থাপক পল্লী উন্নয়ন সঞ্চয় ব্যংক আটঘরিয়ার উজ্জ্বল হোসেন সহ ইউপি সদস্য বৃন্দ। এদিকে দেবোত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হামিদ মোহাম্মদ মোহাঈম্মিনুল হোসেন চঞ্চল জানান, দেবোত্তর ইউনিয়নে মোট ১৩৭৩ জনের মাঝে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়। এসময় চাল বিতরণকালে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার উপজেলা সমবায় কর্মকর্তা মজিবুর রহমান, মৎস্য সম্প্রসারন কর্মকর্তা অরজিত সহ ইউপি সদস্য বৃন্দ। এছাড়াও চাঁদভা ও মাজপাড়া ইউনিয়নে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।

 

About zahangir press

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap