শিরোনামঃ

আজ বৃহস্পতিবার / ১৪ই চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ / বসন্তকাল / ২৮শে মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ / ১৮ই রমজান ১৪৪৫ হিজরি / এখন সময় রাত ১০:৩২

সুবর্ণচরে বিপুল ভোটের ব্যবধানে নৌকার ভরাডুবি, আনারসের জয়

আহসান হাবীব, স্টাফ রিপোর্টার : ১০ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হলো নোয়াখালী সুবর্ণচর উপজেলার ১নং চরজব্বর ও ৫নং চরজুবিলী ইউনিয়ন পরিষদ নির্বাচন, এই নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থীদের শোচনীয় পরাজয় হয়েছে,

দুইটি ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থীরা বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ১নং চর জব্বর ইউনিয়নে এডভোকেট ওমর ফারুক (আনারস)
১৬১২১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তরিকুল ইসলাম (নৌকা) পেয়েছেন ৫৯৬৮ ভোট। ৫নং চরজুবিলী ইউনিয়নে মোঃ সাইফুল্লাহ খসরু (আনারস) ১২৫৮০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ হানিফ চৌধুরী (নৌকা) পেয়েছেন ৫৬৮২ ভোট।
সুবর্ণচর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

এছাড়াও ১নং চরজব্বর ইউনিয়ন ও ৫নং চরজুবিলী ইউনিয়নে সংরক্ষিত মহিলা আসন, সাধারণ সদস্য পদে নির্বাচিত হলেন যারাঃ-

১নং চরজব্বর ইউনিয়নঃ- ৪,৫,৬ (সংরক্ষিত মহিলা আসন) নাজমা বেগম (বই) ৭,৮,৯ (সংরক্ষিত মহিলা আসন) পুষ্পয়ারা বেগম (কলম) ১নং ওয়ার্ড মাইন উদ্দিন (জিকু) (তালা) ২নং ওয়ার্ড মোঃ কামাল উদ্দিন ভূঁইয়া (তালা) ৩নং ওয়ার্ড মোঃ আবু কাউছার (টিউবওয়েল) ৪নং ওয়ার্ড মোঃ মমিন উল্যাহ (বৈদ্যুতিক পাখা) ৫নং ওয়ার্ড মোঃ রিয়াজুল মাওলা চৌধুরী (ফুটবল) ৬নং ওয়ার্ড আবুল কাশেম মিয়া (ঘুড়ি) ৭নং মোঃ আইয়ুব আলী (বৈদ্যুতিক পাখা) ৮নং ওয়ার্ড মোঃ শাহজাহান (টিউবওয়েল) ৯নং মোঃ মিলন (মোরগ)

৫নং চরজুবিলী ইউনিয়নঃ-
১,২,৩ (সংরক্ষিত মহিলা আসন) মনোয়ারা বেগম (তাল গাছ) ৪,৫,৬ (সংরক্ষিত মহিলা আসন) মায়া বেগম (কলম) ৭,৮,৯ (সংরক্ষিত মহিলা আসন) নাছিমা বেগম (মাইক) ১ওয়ার্ড আব্দুর রহিম, ২নং ওয়ার্ড আব্দুল হালিম, ৩নং ওয়ার্ড মোঃ সেলিম, ৪নং ওয়ার্ড মন্জুরুল আলম, ৫নং ওয়ার্ড ডাক্তার অজি উল্লাহ, ৬নং ওয়ার্ড ফরহাদ হোসেন, ৭নং ওয়ার্ড ইব্রাহিম, ৮নং ওয়ার্ড মোঃ দুলাল, ৯নং ওয়ার্ড মোঃ আক্তার হোসেন।

উল্লেখ্য, দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৫ জন, সাধারণ সদস্য পদে ৫৩ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ২৪ জন প্রতিদ্বন্দ্বীতা করেন। দুই ইউনিয়নে মোট ভোটার ৭১ হাজার ৬১৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩৮ হাজার ১১১ জন এবং মহিলা ভোটার ৩৩ হাজার ৫০৮ জন।

একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ায় সুবর্ণচরের জনগন নোয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল ইসলামকে ধন্যবাদ জানান, নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে দুই ইউনিয়নে ৫০৫ জন পুলিশ, ৫৫৯ জন আনসার, ৩৭ জন র‌্যাব, ৬০ জন বিজিবিসহ এক হাজার ১৬১ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছিলো।

About zahangir press

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap