শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের সয়দাবাদের মুলিবাড়ি এলাকায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক সহ ৩ জন নিহত এবং অন্তত ২৫ জন আহত হয়েছেন। বুধবার (২০ মার্চ) বিকেল ৩ঃ৪৫ টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি সৈয়দ শহীদ আলম জানান। তিনি বলেন, হানিফ পরিবহনের বিপরীতমুখী দু’টি বাস একই লেইনে ঢুকে পড়লে মুখোমুখি সংঘর্ষ হয়। ৩ জন ঘটনাস্থলেই মারা গেছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।” ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করেন বলে এ পুলিশ কর্মকর্তা জানান।

এদিকে সরেজমিনে ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায় মহিলা পুরুষ সহ অন্তত ৭-৮ জন চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালের রেজিস্টার সূত্রে জানা যায় সর্বমোট ১৮ জনকে এখানে চিকিৎসার জন্য আনা হয়েছিল। কেও কেও প্রাথমিক চিকিৎসার পরে চলে গেছেন। দূর্ঘটনা স্থলের লোকজনের সংগে কথা বলে তাদের ভাষ্যমতে অন্তত ২৫-৩০ জন আহত হয়েছেন। অনেক কেই আশেপাশেই স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।