শিরোনামঃ

আজ শনিবার / ২২শে অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ / হেমন্তকাল / ৭ই ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ / ৫ই জমাদিউস সানি ১৪৪৬ হিজরি / এখন সময় ভোর ৫:৩৯

সিরাজগঞ্জে সড়ক দূর্ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ নিহত ২

শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ সদর উপজেলার চন্ডিদাসগাঁতী চারা বটতলা এলাকায় বাসচাপায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে সিরাজগঞ্জ-নলকা নির্মাণাধীন ফোরলেন মহাসড়কের চারা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কালিয়া হরিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বনবাড়িয়া গ্রামের মৃত মজিবর রহমান মোল্লার ছেলে মিজানুর রহমান ও একই গ্রামের আব্দুল মজিদের ছেলে দুলাল হোসেন।

শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান শেখ জানান, বহুতী গ্রামে একটি সালিশি বৈঠক শেষে সহযোগী দুলাল হোসেনকে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন মিজানুর রহমান। এ সময় তারা চারা বটতলা এলাকায় পৌঁছালে রংপুর থেকে সিরাজগঞ্জগামী জেনিন পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।

সিরাজগঞ্জ সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বাসটিকে জব্দ করে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap