শিরোনামঃ

আজ মঙ্গলবার / ১০ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ২৩শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ / ১৪ই শাওয়াল ১৪৪৫ হিজরি / এখন সময় রাত ৯:২২

সিরাজগঞ্জে দুটি বাল্য বিবাহের চেষ্টা, বিয়ে বন্ধ ও অর্থদণ্ড করলেন ভ্রাম্যমাণ আদালত

শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ সদর উপজেলায় একই রাতে দুটি বাল্যবিবাহ বন্ধ করেছেন সদরের সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনিসুর রহমান। শুক্রবার (১৫মার্চ-২০১৯)সন্ধ্যা ৭ টায় প্রথমে সিরাজগঞ্জ সদরের খোকশাবাড়ী ইউনিয়নের শালুয়াভিটা দক্ষিণপাড়া গ্রামে সপ্তম শ্রেণীর ছাত্রী মোছাঃ বিউটি খাতুন (১৪) এবং রাত ৯ টায় রতনকান্দি ইউনিয়নের হরিনারায়ণপুর গ্রামে নবম শ্রেণীর ছাত্রী মোছাঃ বিথী খাতুন (১৫) এর বাল্যবিবাহ বন্ধ করা হয়।

আদালত সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ সদরের খোকশাবাড়ী ইউনিয়নের শালুয়াভিটা দক্ষিণপাড়া এলাকায় সংগীয় পুলিশ ফোর্স নিয়ে কনের বাড়ীতে উপস্থিত হন ভ্রাম্যমাণ আদালত। তখন কনের বাড়ীতে কনে শালুয়াভিটা দক্ষিণপাড়া এলাকার নুরুল ইসলামের মেয়ে বিউটি খাতুন (১৪) এর সাথে বর সদর উপজেলার আলোকদিয়া গ্রামের আঃ রাজ্জাক এর পুত্র মোঃ এনামুল হক (২২) এর বিয়ের আয়োজন চলছিল। কনে স্থানীয় উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। কনে অপ্রাপ্তবয়স্ক। এরপর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কনের বাবা নুরুল ইসলামকে পাচ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং বর এনামুল হককে পাচ হাজার টাকা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

পরে কনের বাবার কাছ থেকে মেয়ের ১৮ বছর না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না বলে মুচলেকা নেয়া হয়। এরপর রাত ৯ টার সময় সিরাজগঞ্জ সদরের রতনকান্দি ইউনিয়নের হরিনারায়ণপুর এলাকায় নবম শ্রেণীর ছাত্রীর বাল্যবিবাহ বন্ধে সংগীয় পুলিশ ফোর্স নিয়ে কনের বাড়ীতে উপস্থিত হন ভ্রাম্যমাণ আদালত । তখন কনের বাড়ীতে কনে হরিনারায়ণপুর এলাকার আঃ রাজ্জাকের মেয়ে বিথী খাতুন (১৫) এর সাথে বর একই উপজেলার মহিষামূড়া গ্রামের আঃ মান্নান এর পুত্র জাহিদ হাসান (২৩) এর বিয়ের আয়োজন চলছিল।

পুলিশের উপস্থিতি টের পেয়ে কাজী ও বর কৌশলে পালিয়ে যায় । কনে স্থানীয় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। কনে অপ্রাপ্তবয়স্ক। এরপর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কনের বাবা আঃ রাজ্জাককে বিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং বরের নানা আঃ খালেককে বিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। পরে কনের মায়ের কাছ থেকে মেয়ের ১৮ বছর না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না বলে মুচলেকা নেয়া হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, সদর থানা পুলিশের এএসআই মাসুম ও থানা সদর পুলিশের সদস্যবৃন্দ।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap