নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের বেলকুচিতে পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে মা নার্গিস বেগম নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে বেলকুচি উপজেলার তামাই কলিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ছেলে ইয়াসিন হোসেন পলাতক রয়েছে।
পুলিশ জানায়, পারিবারিক বিষয় নিয়ে মা ও ছেলের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার দুপুরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছেলে ইয়াসিন তার মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি জানান।
তবে স্থানীয়দের অভিযোগ মায়ের পরকিয়া প্রেম নিয়ে ছেলে ও মায়ের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।