গাইবান্ধা প্রতিনিধি : সাবেক সংসদ সদস্য, গোবিন্দগঞ্জ আসনের নৌকার নমিনী প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী বলেছেন, উন্নয়ন ধরে রাখতে সরকারের ধারাবাহিকতা প্রয়োজন। উন্নত বিশ্বে সরকার পরিবর্তন হলেও অগ্রগতি থেমে থাকে না, তারা পূর্ববর্তী সরকারের ধারাবাহিকতা রÿা করে। কিন্তু আমাদের দেশে এর উল্টো হয়ে থাকে। আমাদের দেশের সংস্কৃতি অন্য রকম। সেইহেতু উন্নয়ন ধরে রাখতে সরকারের ধারাবাহিকতা প্রয়োজন।
গোবিন্দগঞ্জ আওয়ামী লীগ সভাপতি অধ্যÿ আবুল কালাম আজাদ এম পি বলেছেন, দূর্নীতিবাজ, জঙ্গিবাদ আর দালাল এজেন্টরা জোট বেঁধেছে। কিন্তু তারা সফল হবে না। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে জনগণ তাদের রুখে দিবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আতাউর রহমান সরকার বলেছেন, আগামী নির্বাচন শুধু আনুষ্টানিকতা নয়, উৎসবও নয়। এই নির্বাচনের অন্যতম তাৎপর্য হল, এই দেশ আগামী দিনে কি ভাবে চলবে, সে বিষয়ে জনগণের ম্যান্ডেট নেওয়া।
গত রোববার বিকাল ৪ টায় আওয়ামী লীগ দরব¯Í ইউপি শাখা আয়োজিত আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার নমিনী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন সাবেক সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরীর সমর্থনে এক বিশেষ বর্ধিত সভায় চরকতলা মাদ্রাসা মাঠে নেত্রীবৃন্দ উপরোক্ত কথাগুলো বলেছেন।
দরব¯Í ইউপি আওয়ামী লীগ সংগ্রামী সভাপতি খলিলুর রহমান মাষ্টারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আকতারা বেগম রুপা, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, সৈয়দ শরিফুল ইসলাম রতন, যুগ্ন-সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম জুয়েল, মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, মিয়া আসাদুজ্জামান হিরু, সাংগঠনিক সম্পাদক আ.র.ম শরিফুল ইসলাম জর্জ, আবু সুফিয়ান মন্ডল, প্রচার সম্পাদক নুরে আলম সিদ্দিকী, সাহিত্য সম্পাদক ফিরোজ খানম নুন প্রমুখ।
অপর দিকে একই দিন সন্ধ্যা ৭ টায় কোচাশহর ইউপি আওয়ামী লীগ আয়োজিত মাদ্রাসা মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মিজানুর রহমনের সভাপতিত্বে অনুরুপ এক বিশেষ বর্ধিত সভা অনুষ্টিত হয়।