বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চোর সন্দেহে এক যুবককে পুলিশে সোপর্দ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রভবন থেকে আটক করে পুলিশে তুলে দেওয়া হয়। আটককৃত ওই যুবকের নাম আপন (৩২)। তার বাড়ি বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেহেরচন্ডী এলাকায় বলে জানা গেছে।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, সাইকেল চুরির অপরাধে একজনকে হাতেনাতে ধরা হয়েছে জানিয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু আমাকে ফোন করে। আমি আটককৃত সেই চোরকে পুলিশে দিতে বলেছি।
নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত বলেন, ‘ক্যাম্পাস থেকে এক চোরকে ধরে নিয়ে আসা হয়েছে। এখন তাকে থানায় রাখা হয়েছে।