আজ সোমবার / ২৫শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ / শরৎকাল / ৯ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ / ৬ই রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি / এখন সময় বিকাল ৪:০৭

রাবিতে চলমান সমস্যা নিয়ে প্রক্টরের সাথে আলোচনা

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছিনতাই, চাঁদাবাজি, ছাত্রদের আটকে রেখে মুক্তিপণ আদায়, ক্যাম্পাসে ছাত্রী উত্যক্তসহ চলমান সমস্যা নিয়ে প্রক্টরের সাথে আলোচনা করেছে শাখা প্রগতিশীল ছাত্র জোট। রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর অফিসে এ সমস্যার সমাধান নিয়ে আলোচনা করা হয়।
এছাড়া আলোচনা মধ্যে প্রশাসনের অনিয়ম ও দায়িত্বহীনতার বিষয়ে, রাকসু নির্বাচন এবং ছাত্র হলে সিট বাণিজ্যসহ চিহ্নিত অপরাধীদের শা¯িÍর দাবি জানান তারা।
প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, ক্যাম্পাসে বিভিন্ন ছিনতাই, চাঁদাবাজিরোধে সকলকে এগিয়ে আসতে হবে। কোন তথ্য পেলেই আমাদের জানালে অবশ্যই তাৎÿণিক ব্যবস্থা গ্রহণ করবো। তাছাড়া তিনি সমস্যা চিহ্নিত করে দ্রæত সমাধানের আশ্বাস দেন।
এসময় রাবি ছাত্র জোটের সমন্বয়ক ও ছাত্র ফেডারেশনের রাজনৈতিক শিÿা বিষয়ক সম্পাদক মহব্বত হোসেন মিলন, ছাত্রমৈত্রীর সভাপতি ফিদেল মনির, ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক তারেক কর্ণেল, ছাত্র ইউনিয়নের সভাপতি এম এম শাকিল, সদস্য শাকিলা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap