রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মহানগরীর মহিষবাথান উত্তরপাড়া এলাকায় তার মৃত্যু হয়। নারীর নাম সেলিনা বেগম। রাজশাহী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদ ইকবাল জানান, সকালে নগরের মহিষবাথান উত্তরপাড়া এলাকা দিয়ে যাওয়ার পথে ট্রেনে কাটা পড়ে সেলিনার দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত সেলিনা গত দু’দিন ধরে নিখোঁজ ছিলেন। পারিবারিক কলহের জেরে তিনি বাড়ি থেকে বের হয়ে ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হবে। পরে অন্য কিছু পাওয়া গেলে সেই অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।