স্বাধীন খবর বিনোদন ডেস্ক : মঞ্চে আইয়ুব বাচ্চুর জীবনের শেষ গান ছিল ‘এক আকাশে তারা তুই’। রংপুর জেলা স্কুল মাঠে গানটি গেয়ে বিদায় নেন সঙ্গীতাঙ্গনের এই কিংবদন্তি।
গত মঙ্গলবার ‘এক আকাশে তারা তুই’ গান গেয়ে দর্শকদের মন জয় করেন আইয়ুব বাচ্চু। কিন্তু তখন পর্যন্ত কেউ জানতে পারেনি এটিই তার শেষ কনসার্ট।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে কনসার্টটির নাম ছিল ‘শেকড়ের সন্ধানে মেগা কনসার্ট’। মিডিয়া পার্টনার ছিল গানবাংলা টিভি।
বৃহস্পতিবার সকালে নিজের বাসায় অসুস্থ হয়ে পড়লে আইয়ুব বাচ্চুকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের জরুরী বিভাগ থেকে জানানো হয়, হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।
স্কয়ার হাসপাতালের মেডিকেল সার্ভিসের পরিচালক মির্জা নাজিমউদ্দিন সাংবাদিকদের বলেন, সকালে উনার হার্ট অ্যাটাক হয়। সকাল সোয়া ৯টার দিকে তার ড্রাইভার তাকে হাসপাতালে নিয়ে আসে। তবে তার আগেই তার মৃত্যু হয়।
প্রসঙ্গত, শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানো শেষে জাতীয় ঈদগাহ ময়দানে ও পরে চ্যানেল আই প্রাঙ্গনে কিংবদন্তি ব্যান্ড শিল্পী আইয়ুব বাচ্চুর প্রথম ও দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে। জানাজা শেষে তাঁর মরদেহ রাখা হয়েছে স্কয়ারের হিমঘরে। পরদিন সকালে নিজ জন্মস্থান চট্টগ্রামে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন এই মিউজিক লিজেন্ড।