ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়া উপজেলার সারুটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মরহুম আরিফুল ইসলাম আরিফের আত্মার মাগফেরাত কামনায় স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সারুটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মনজুর কাদেরর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাছুদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুদ রানা, উপজেলা শিক্ষা অফিসার খ.ম জাহাঙ্গীর হোসেন, সহকারি শিÿা অফিসার আশরাফুল ইসলাম মন্ডল, সেলিম রেজা, ভাঙ্গুড়া প্রেস ক্লাবের সভাপতি মাহবুব-উল-আলম, সিনিয়র সহ-সভাপতি প্রভাষক গিয়াস উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যÿ আবুল হাসান সিদ্দিকী হেলাল, সাংগঠনিক সম্পাদক মোঃ রায়হান আলী, সাংবাদিক মানিক হোসেন ও পিপুল প্রমুখ।
এছাড়াও এলাকার অভিভাবক ও শিÿার্থীবৃন্দ। সভা শেষে আরিফুল ইসলাম আরিফের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
উলেøখ্য, শিক্ষক আরিফুল ইসলাম আরিফ গত শুক্রবার রাত ১২টায় উপজেলার দিয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চাটমোহর-ফরিদপুর মিনি বিশ্ব রোডে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হন।