চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়া উপজেলার মন্ডতোষ ইউনিয়নের মল্লিকচক ইয়াং স্টার কাব কতৃক আয়োজিত ক্রিকেট ফাইনাল খেলা বুধবার (১৪ মার্চ) জেএমআর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। ভাঙ্গুড়া মলিøকচক ইয়াং স্টার কাব ও মলিøকচক রংধনু স্পোর্টি কাব ফাইনাল খেলায় অংশ গ্রহণ করে।
খেলায় মল্লিকচক রংধনু স্পোর্টি কাবকে হারিয়ে মলিøকচক ইয়াং স্টার কাব ৬ ইউকেটে ১০২ রান করে বিজয়ী হয়। পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মন্ডতোষ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামীলীগ নেতা মো. মামুনুর রশীদ, গুনাইগাছা ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল হাই, আনছার আলী ধলাই প্রমুখ।