ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফার্মেসি এবং ডেন্টাল কেয়ারের চিকিৎসককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ইউএনও মো. মাছুদুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। ইউএনও মো. মাছুদুর রহমান বলেন, পৌর সদরের হাসপাতাল গেটে মোল্লা হোমিও ফার্মেসির ড্রাগ লাইসেন্স না থাকায় দুই হাজার টাকা, হাজী নওয়াবীয়া ফার্মেসির ড্রাগ লাইসেন্স না থাকায় এক হাজার টাকা, তাসলিমা ডেন্টাল কেয়ারের চিকিৎসককে দশ হাজার ও বাসস্ট্যান্ডে চলনবিল ফার্মেসিকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এসময় মেয়াদ উত্তীর্ণ সিরাপ ও ট্যাবলেট ধ্বংস করা হয়।