ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় বৃহস্পতিবার ১৪ ফেব্রæয়ারি কুকুরের কামড়ে ২টি ছাগলের মৃত্যু হয়েছে। জানা গেছে, উপজেলার মন্ডতোষ ইউনিয়নের মলিøকচক গ্রামে কাঠ ব্যবসায়ী আনোয়ারুল ইসলামের ২টি ছাগল জমিতে বাঁধা ছিল। এসময়ে ৪/৫টি কুকুর এসে ছাগল ২টিকে কামড়ে মারাত্বক জখম করে। পরে ছাগল দুটি মারা যায়।