বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরে বড়াইগ্রাম প্রেস কাবের সাধারণ সম্পাদকের মাতা রেজিয়া বেওয়া (৬৮) শুক্রবার সকাল ৭ টার দিকে অসুস্থতাজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিলøাহে—– রাজিউন।
তিনি উপজেলার বনপাড়া মৃধাপাড়া গ্রামের মৃত আবুল কাশেমের স্ত্রী। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার দুপুর আড়াইটার দিকে নিজ বাস ভবনে জানাজার নামাজ শেষে স্থানীয় সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে তাকে।
তার জানাজায় বড়াইগ্রাম ইউএনও আনোয়ার পারভেজ, উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র কে.এম জাকির হোসেন, বনপাড়া শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা অনার্স কলেজের অধ্যÿ মো. আব্দুর রাজ্জাক মোলøা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান সহ এলাকার কয়েক শত ধর্মপ্রাণ মুসলিø অংশ গ্রহণ করেন।
তাঁর মৃত্যুতে নাটোর জেলা প্রেসকাব সভাপতি মাহফুজ আলম মুনী, নাটোর প্রেসকøাবের সভাপতি জালাল উদ্দিন শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।