বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক আন্তঃশ্রেণী দৌড়, ফুটবল, ভলিবল ও হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রয়না ভরট সরকার বাড়ি উচ্চ বিদ্যালয়ে পলøী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহায়তায় সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আওতায় বেসরকারী সংস্থা টিএমএসএস এ প্রতিযোগিতার আয়োজন করে।
অনুষ্ঠানে টিএমএসএসের নাটোর বিভাগীয় প্রধান মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফ। বিশেষ অতিথি হিসাবে প্রোগ্রাম অফিসার জাহাঙ্গীর আলম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোবারক হোসেন, প্রধান শিক্ষক খাদেমুল ইসলাম, বাগডোব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম ও নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মর্তুজা পাঞ্জাব, উপজেলা প্রেসকাব সভাপতি যুগান্তর প্রতিনিধি অহিদুল হক, সমাজসেবক ইয়াসিন আলী ও রেজাউল করিম উপস্থিত ছিলেন। পরে অতিথিরা খেলার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন।