” ইশারত আলী”
বিষাদ বেঁধেছে বাসা মনের আঙিনায়,
দেহের মাঝে ঘুন ধরেছে বেদনা কাঁদায়।
করুন রাগে বাজে বাঁশি আঁখি যায় যে জলে ভাসি কষ্ট গুলো ঘিরে ধরে আটকিয়ে যায় পথ,
তাইতো বুঝি থেমে যাচ্ছে জীবন নামের রথ।
ঘুরবে কি আর রথের চাকা ভাবি বসে একা একা সামনে ওযে বন্ধুর সে পথ দিতে হবে পাড়ি,
কেমনে গতি পাবে ফিরে গতিহারা গাড়ী।
কেউ কি হায় সাথী করে নিয়ে যাবে ও পথ ধরে মরুভূমি পাড়ি দিয়ে যাবো বহুদূরে,
কন্ঠে আবার গাইবে গান মধুর সুরে সুরে।