ফরিদপুর (পাবনা) প্রতিনিধি : বুধবার ফরিদপুর উপজেলায় বড়াল রক্ষা আন্দোলনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ফরিদপুর পৌর মেয়র খ. ম. কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান অধ্যপক গোলাম হোসেন গোলাপ,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর উপজেলা নির্বাহী অফিসার আহম্মদ আলী। স্বাগত বক্তব্যে বড়াল রক্ষা আন্দোলন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন, চাটমোহর বড়াল রক্ষা আন্দোলনের সদস্য সচিব এবং বাপার কেন্দ্রিয় সদস্য মিজানুর রহমান।
বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রোকনুজ্জামান, ফরিদপুর থানা ওসি তদন্ত হাদিউল ইসলাম, পুঙ্গলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, বনওয়ারীনগর সরকারি সিবিপি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক প্রমুখ।