চাটমোহর (পাবনা) সংবাদদাতা : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খেলাধুলা পছন্ন করতেন, তার সুযোগ্য কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলাধুলার প্রতি ব্যাপক নজর দিয়েছেন। দেশ আজ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী দেশকে শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, কৃষিসহ সকল ক্ষেত্রে উন্নয়ন করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। তাদের উজ্জল ভবিষ্যত গড়তে পড়াশুনার প্রতি মনোযোগি হতে হবে। তবেই না তারা দেশ ও জাতির কল্যাণে কাজ করবো, তাই পড়াশুনার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই পাবনার চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে রবিবার দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে ভূমি মন্ত্রাণলায় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও পাবনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মকবুল হোসেন উপরোক্ত কথাগুলো বলেন।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও চাটমোহর পৌর সভার মেয়র মির্জা রেজাউল করিম দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমার, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও চাটমোহর উপজেলা নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল হামিদ মাস্টার, থানার অফিসার ইনচার্জ (প্রশাসন) সেখ নাসীর উদ্দিন,
চাটমোহর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সনজু, দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল প্রমুখ।
এসময়ে উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক বজলুর রহমান খাকছার, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক সাইদুল ইসলামসহ শিক্ষক/শিক্ষিকা, অভিভাবকসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।