নিজস্ব প্রতিবেদক, সাঁথিয়া : পাবনার সাঁথিয়ায় বেড়া উপজেলা জামায়াতের আমীর ডাঃ আব্দুল বাসেত খাঁনকে প্রার্থী ঘোষণা করার ক্ষোভে উপজেলা জামায়াত অফিসে তালা ঝুলিয়ে দিয়েছেন নেতাকর্মীরা। ২৩ দলীয় জোটের মতামত উপেক্ষা করে পাবনাÑ১ (সাঁথিয়া-বেড়া আংশিক) আসনে জাতীয় সংসদ নির্বাচনে জেলা জামায়াত ও জামায়াতের সাবেক আমীর মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিষ্টার নাজিব মোমেনকে প্রার্থী ঘোষণা না করায় অফিসে তালা ঝুলান তারা।
জানা যায়, ইতোপূর্বে জেলা জামায়াত নেতৃবৃন্দ ব্যারিস্টার মোমেনকে এ আসনে প্রার্থী ঘোষণা করায় উপজেলা জামায়াতের নেতাকর্মীরা স্বতঃস্ফুর্তভাবে পোষ্টার, ব্যানার ও ফেসটুনে নির্বাচনী এলাকায় প্রচার প্রচারণা চালিয়ে আসছিল। আকস্মিক সোমবার সকালে পাবনা জেলা জামায়াত ডাঃ আব্দুল বাসেতকে প্রার্থী ঘোষণা করায় ২৩ দলীয় জোট ক্ষিপ্ত হয়ে উঠে। এরপর সোমবার সন্ধ্যায় সাঁথিয়া উপজেলা জামায়াত অফিসে তালা ঝুলিয়ে দেয় এবং তাকে অবাঞ্চিত ঘোষণা করেন নেতাকর্মীরা।
এ বিষয়ে উপজেলা জামায়াতের নায়েবে আমীর মোস্তাফিজুর রহমান ফিরোজ জানান, ‘আমরা জানতামই না যে ডাঃ আব্দুল বাসেতকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। বিষয়টি পুণর্বিবেচনার জন্য কেন্দ্রে আবেদন করা হয়েছে। এর আগে ব্যারিস্টার নাজিব মোমেনকে প্রার্থী করার মতামত দিয়েছিলাম।’
এ ব্যাপারে ডাঃ আব্দুল বাসেতের সাথে যোগাযোগ করা হলে জানান, ‘কেন্দ্র থেকে আমাকে মনোনয়ন দিয়েছে। জামায়াত অফিসে তালা মেরে লাভ কি? তারা জেলা এবং কেন্দ্রে যোগাযোগ করুক।’
এদিকে, জেলা জামায়াতের আমীর আবু তালেব মন্ডল এর নিকট যোগাযোগ করার চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
অপরদিকে, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, ‘এ আসনে ২৩ দলীয় জোটের স্বার্থে নিজামীর পরিবারের কোন সদস্যকে বিএনপি ছাড় দিতে প্রস্তুত। কিন্তু অন্য কাউকে নয় বরং নিজামী পরিবারের বাইরে অন্য কাউকে জামায়াতের প্রার্থী কিভাবে করা হয় তা বিএনপি’র বোধগম্য নয়। বিএনপি কোন ভাবেই ডাঃ বাসেতকে ২৩ দলীয় জোটের প্রার্থী হিসাবে মেনে নিবে না।’
এ ব্যাপারে নন্দনপুর ইউনিয়ন জামায়াতের আমীর আলী মর্তুজা বলেন, ‘ব্যারিস্টার নাজিব মোমেনকে প্রার্থী না দেওয়ায় নিজামীর রক্তের সাথে কেন্দ্র জামায়াত বেইমানী করেছে এবং আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ব্যারিস্টার নাজিব মোমেন ছাড়া অন্য কাউকে প্রাথী করলে এই আসনে ২৩ দলীয় জোটের ভরাডুবি নিশ্চিত ও ডাঃ বাসেত জামানত হারাবে ইহা শতভাগ গ্যারান্টি।’
এবিষয়ে এলাকাবাসীর সাথে কথা বললে তারা প্রশ্ন করেন, ‘এটা কোন জামায়াত? যারা নিজামীর পরিবারকে অবজ্ঞা করে কোন হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য ডাঃ বাসেতকে প্রার্থী ঘোষণা করেন এবং ইহা আওয়ামী লীগের সাথে বেড়া জামায়াতের আঁতাতইর ফসল বলে মনে করছেন।’
সাঁথিয়া উপজেলা বিএরনপি’র সাংগাঠনিক সম্পাদক আশরাফ আলী জানান, পাবনা-১ আসনের মতো গুরুত্বপূর্ণ আসনে ডাঃ আব্দুল বাসেতেকে মনোনয়ন দিলে সে জামানত হারাবে।