মিজান তানজিল, পাবনা : “ রাখব নিস্কন্টক জমি-বাড়ি করব সবাই ই-নামজারি, নিজের জমির রাখাবো খবর খাজনা দিব বছর বছর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় পাবনায়ও ভূমি সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার বেলা ১১ টার সময় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গন হতে এক বিশাল র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা ভূমি অফিস চত্বরে সামনে শেষ হয়।
র্যালী শেষে দিন ব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন করে জেলা প্রশাসক জসিম উদ্দিন । এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোখলেছুর রহমান, অতিরিক্ত জেলা প্রাশাসক শাফিউল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) এক্রিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোকসানা মিতা , জোনাল সেটেলমেন্ট অফিসার মোস্তাক আহমেদ, সহকারী সেটেলমেন্ট অফিসার এম.আই.এম সাইফুল্লাহসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন ।