ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ০৬ নভেম্বর মঙ্গলবার ১১টায় পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় স্থানীয় সরকার কর্তৃক বা¯Íবায়নাধীন উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি)-এর আওতায় উপজেলা পরিষদ,ঈশ্বরদীর তত্ত¡াবধানে উপজেলা মাধ্যমিক শিা অফিস আয়োজিত বেকার যুবক যুবতীদের আত্ম-নির্ভরশীল হতে কম্পিউটার বিষয়ক দতা বৃদ্ধিমূলক ২৫ দিনব্যাপী প্রশিণ কার্য্যক্রম পরিদর্শন করেন পাবনা জেলার ও রাজশাহী বিভাগের সুযোগ্য ও শ্রেষ্ঠ জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন।
০১ নভেম্বর,২০১৮খ্রিঃ হতে আরম্ভ হওয়া ২৫ জন বেকার যুবক-যুবতীর উক্ত প্রশিণ কর্মশালা পরিদর্শনের সময় জেলা প্রশাসক প্রশিণের সার্বিক বিষয়ে খোঁজ-খবর নিয়ে প্রশিনার্থীদের আত্ম-নির্ভরশীল হতে উদ্বুদ্ধ করেন এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান। তিনি আরও বলেন, আত্ম-কর্মসংস্থান সৃষ্টিমূলক দতা বাড়ানোর প্রশিণ বেকারত্বের হার কমানোর েেত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিণ চলাকালীন সময়ে ঈশ্বরদী মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শনের সময় জেলা প্রশাসকের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার আহাম্মদ হোসেন ভূঁইয়া,মহিলা কলেজের অধ্য মোঃ হামিদুর রহমান,উপাধ্য মোঃ ইসমাইল হোসেন,উপজেলা মাধ্যমিক শিা অফিসার মোঃ সেলিম আকতার,ঈশ্বরদী প্রেসকাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু,সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বাতেন,আইসিটি বিভাগের সহকারী প্রোগ্রামার,একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম,ঈশ্বরদী মহিলা কলেজের আইসিটি শিক দেলোয়ার হোসেন,কি আসিফ জুলিয়াসসহ অন্যরা উপস্থিত ছিলেন। প্রশিণ পরিদর্শন শেষে জেলা প্রশাসক ঈশ্বরদী মহিলা কলেজের সার্বিক খোঁজ-খবর নেন।