লালমনিরহাট প্রতিনিধি : হালকা শীত আর মিষ্টি মিষ্টি উত্তাপ ছড়ানো রোদের দুপুর। পথচারী থেকে শুরু করে শত ব্যবস্ততার মানুষটিও কয়েক মিনিটের জন্য হলেও দাড়িয়ে দেখছে। কেউ দেখে অবাক আর কেউ দেখার কৌতহুল নিয়ে এগিয়ে যাচ্ছে উপজেলা পরিষদ চত্বরে। সবার নজর তখন মুখে মাক্স, হাতে গ্লোবস, কাধে বস্তা ও স্কুল ড্রেসের উপর ‘পরিবেশ রক্ষায় আমরা’ লেখা সম্বলিত টি-শার্ট পড়া ময়লা আবর্জনা পরিষ্কার করায় ব্যস্ত কোমলমতি শিক্ষার্থীদের দিকে।
বুধবার (২১ নভেম্বর) দুপুরে ‘আসুন আমরা নিজেদের শহর নিজেরাই পরিছন্ন রাখি’স্লোগানে হাতীবান্ধা উপজেলার নর্থল্যান্ড রেসিডেন্সিয়াল স্কুল এ্যান্ড কলেজের শিক্ষার্থীরা উপজেলা শহরের বিভিন্ন স্থানে মায়লা আবর্জনা পরিস্কার অভিযানে নামে। এসময় তারা উপজেলা পরিষদ চত্বর, সোনালী ব্যাংক চত্বর, বন্দর বাসস্ট্যান্ড , মেডিকেল মোড় ও দই খাওয়া মোড়ের মায়লা অবর্জনা তুলে বস্তায় ভরে নিয়ে যায়।
এ অভিযানে সাথে তাদের সাথে আরও উপস্থিত ছিলেন, হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বদিউজ্জামান ভেলু, নর্থল্যান্ড রেসিডেন্সিয়াল স্কুল এ্যান্ড কলেজের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল কায়েস হিরু, প্রকল্প পরিচালক মাহবুবু উল আলম, পরিচালক আবুল হোসেন ও সফিকুল ইসলাম।