শিরোনামঃ

আজ বুধবার / ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ / হেমন্তকাল / ৪ঠা ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ / ২রা জমাদিউস সানি ১৪৪৬ হিজরি / এখন সময় রাত ২:১৮

দেশে আবারও ওয়ান ইলেভেনের ষড়যন্ত্র চলছে….মোহাম্মদ নাসিম

পাবনা প্রতিনিধি :  স্বাস্থ্যমন্ত্রী এবং আ’লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, দেশে আবার ওয়ান ইলেভেনের ষড়যন্ত্র চলছে। সে সময়ে তারা ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে আটক করেছিল। আমাদের নেতা-কর্মীদের উপর নিপীড়ন চালানো হয়েছিল। এবার সে অপচেষ্টা চললে ষড়যন্ত্রকারীদের কালোহাত ভেঙে দেয়া হবে।

তিনি বলেন, সামনের নির্বাচন হবে সংবিধান অনুযায়ী এবং তা শেখ হাসিনার অধীনেই। তবে ২০১৪ সালের নির্বাচনের মত এবার আ’লীগ খালিমাঠে গোল দিতে চায় না। আমরা চাই বিএনপি নির্বাচনী খেলার মাঠে আসুক। তবে তারা ফাউল করলে লালকার্ড দিয়ে বের করে দেয়া হবে। শনিবার বিকেলে পাবনার সাঁথিয়া উপজেলার সোনাতলা হাইস্কুল মাঠে ১৪ দল আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ্যাডভোকেট শামসুল হক টুকু এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্ত্রী মোহাম্মদ নাসিম আরও বলেন, আগামী নির্বাচনে নৌকায় ভোট দিলে দেশের চলমান উন্নয়ন অব্যাহত থাকবে। আর নৌকায় ভোট না দিলে এদেশ হবে জঙ্গীর দেশ, খুনিদের দেশ, লোডশেডিং এর দেশ।
মন্ত্রী মোহাম্মদ নাসিম দলীয় নেতা- কর্মীদের উদ্দেশ্যে বলেন, বেঈমান থেকে সাবধান থাকতে হবে। কারণ চক্রান্ত শুরু হয়ে গেছে। এসব চক্রান্তকারীদের ছাড় দেয়া হবে না। তাদের কঠোর হাতে দমন করা হবে। তিনি জনতার উদ্দেশ্যে বলেন, দেশের উন্নয়নে নৌকার কোন বিকল্প নেই। ২০১৪ সালের নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি যে ভুল করেছে তারা সেই ভুল আর করবেনা।

পাবনা-১ আসনের সংসদ সদস্য সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি‘র সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড দিলীপ বড়–য়া, গনআজাদীলীগের কে এস সিনহা, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, কেন্দ্রিয় আওয়ামীলীগ নেতা নুরুল ইসলাম ঠান্ডু, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, স্বাস্থ্যমন্ত্রীর সহধর্মিনী লায়লা আরজুমান্দ বিথী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হামিদ মাষ্টার, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাবেক পিপি অ্যাডভোকেট বেলায়েত আলী বিল্লু, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক তাজুল ইসলাম প্রমুখ।

সদর উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি গোলাম রব্বানী ট্যাগার, সাঁিথয়া পৌর মেয়র মিরাজুল ইসলাম প্রামানিক, সাঁিথয়া উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক তপন হায়দার সান, সুজানগর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. শাহিনুজ্জামান শাহিন, জেলা যুবলীগের সাধারন সম্পাদক রবিক হাসান টিপু, পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান, পাবনা চেস্বারের সাবেক সিনিয়র সহসভাপতি মাহবুব উল আলম মুকুল, বীরমুক্তিযোদ্ধা সাইফুল আলম বাবলু, পাবনা জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কালাম আহমেদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম তার শশুড় সাবেক শিক্ষা অফিসার “মরহুম খোরশেদ আলম” এর নামে সোনাতলায় ১০ শয্যার একটি স্বাস্থ্য উপকেন্দ্রের উদ্বোধন করেন। পাবনার জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন পুলিশ সুপার শেখ মো: রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. তাহাজ্জেল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাফিউল ইসলাম, সাঁিথয়ার ইউএনও মো: জাহাঙ্গীর আলম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap