শিরোনামঃ

আজ শনিবার / ২২শে অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ / হেমন্তকাল / ৭ই ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ / ৫ই জমাদিউস সানি ১৪৪৬ হিজরি / এখন সময় ভোর ৫:২৯

দাবা প্রতিযোগিতায় শিশু শাজিদ জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ান

ফরিদপুর (পাবনা) প্রতিনিধি : পাবনার ফরিদপুরের সাকলাইন মোস্তফা শাজিদ অনুর্ধ-৮ জাতীয় পর্যায়ে দাবা প্রতিযোগিতায় ছেলেদের মধ্যে চ্যাম্পিয়ান হয়েছে। বাংলদেশ দাবা ফেডারেশন ওরগানাইজ এলিগেন্ট ন্যাশনাল ইউথ পিস চ্যাম্পিয়ানশীপ-২০১৯ অনুর্ধ-৮ এই প্রতিযোগিতার আয়োজন করেন।

শিশু সাকলাইন মোস্তফা শাজিদ পাবনার ফরিদপুর উপজেলার বনওয়ারীনগর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র । তার পিতা উপজেলার সাভার গ্রামের বাসিন্দা ইউপি সদস্য আবুল কালাম আজাদ ও মাতা আসফিয়া সুলতানা গৃহিনী।

জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় শিশু শাজিদ ঐ প্রতিষ্ঠানের মাধ্যমে শ্রীলংকায় খেলতে যাওয়ার যোগ্যতা অর্জন করলো। গত বছর জাতীয় পর্যায়ে দাবা প্রতিযোগিতায় শিশু শাজিদ ছেলেদের মধ্যে ৪র্থ স্থান অর্জন করেছিল। শিশু দাবারু শাজিদ সবার কাছে দোয়া প্রার্থী ।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap