চাটমোহর (পাবনা) সংবাদদাতা : সোমবার (১৮ মার্চ) পাবনার চাটমোহর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো: আব্দুল হামিদ মাষ্টার ঘোড়া প্রতীক নিয়ে ৪২ হাজার ৮০৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট সাখোওয়াত হোসেন সাখো নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৩৮ হাজার ১১০ ভোট।
এছাড়া পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মির্জা আবু হায়াত মোঃ কামাল জুয়েল মির্জা (আনারস) পেয়েছেন ১৪ হাজার ৩৫২ ভোট, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: আব্দুল আলীম দোয়াত কলম প্রতীক নিয়ে পেয়েছেন ৪৮০৯ ভোট এবং এ্যাডভোকেট মো: আব্দুস সাত্তার জাপা লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৭৪২ ভোট।
অপরিদিকে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে পৌর আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মো. ইছাহক আলী মানিক তালা প্রতীক নিয়ে ৪০ হাজার ৭০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি পেয়েছেন মো: আসাদুজ্জামান পান্না চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ৩০ হাজার ৪৭৬ ভোট, মো: শাহআলম মাইক প্রতীক নিয়ে পেয়েছেন ১৪ হাজার ৫৬১ ভোট,
সোলায়মান আলী (বৈদ্যুতিক বাল্ব প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ২৬৬ ভোট, শরিফুল ইসলাম শরীফ টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৩১০ ভোট এবং সামছুল ইসলাম টিয়াপাখি প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৫১২ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রভাষক মোছা: ফিরোজা পারভীন ৪৫ হাজার ৭২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি পেয়েছেন দেলোয়ারা হালিম হাঁস প্রতীক নিয়ে পেয়েছেন ৩৫ হাজার ৩৭৮ ভোট এবং মোছা: আরেফিন আক্তার লিলি কলস প্রতীক নিয়ে পেয়েছেন ১৬ হাজার ৫১১ টি ভোট। সুষ্ঠু ও শান্তিপুর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।