চাটমোহর (পাবনা) প্রতিনিধি : দেবী দূর্গার ঘুম ভাঙানোর বন্দনার মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয় দূর্গোৎসব। উৎসবপ্রিয় বাঙালী হিন্দু সম্প্রদায় মেতে উঠেছে পূজার আনন্দে। পূজা মন্ডপগুলো আলোসজ্জায় রঙিন হয়ে উঠেছে। মন্দিরে মন্দিরে শোনা যাচ্ছে ঊলুধ্বনী, শঙ্খ, কাঁসা আর ঢাকের বাদ্য। ঘোড়ায় চড়ে এসেছেন মা দূর্গা। মাতৃমন্ডপে ডালা সাজিয়ে ভক্তরা আসতে শুরু করছে।
মাতৃবন্দনায় অশুভ শক্তির বিনাশে “মঙ্গলময়ী” দেবী দূর্গার জাগরণে জগতে সুর শক্তি প্রতিষ্ঠার প্রার্থনা করবেন তারা। মন্ডপগুলোতে ভক্তদের উপচেপড়া ভীড় দেখা যাচ্ছে। এবার পাবনার চাটমোহর উপজেলার ৫২টি মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দূর্গাপূজা। পৌরসভায় ১৪টি, হান্ডিয়াল ইউনিয়নে ১৫টি, নিমাইচড়ায় ৯টি, বিলচলনে ৩টি, গুনাইগাছায় ৩টি, মূলগ্রামে ৩টি, পার্শ্বডাঙ্গায় ১টি, হরিপুরে ১টি, ডিবিগ্রামে ১টি ও ফৈলজানায় ২টি।
অপরদিকে প্রতিটি মন্ডপে ৫শ’ কেজি করে চাউল বরাদ্দ দেওয়া হয়েছে সরকারিভাবে। এবার পূজা মন্ডপে ২১৫ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন বলে উপজেলা আনসার ও ভিডিপি অফিসার আঃ রহমান রানা জানান। চাটমোহর থানার ওসি মো. বদরুদ্দোজা বাবু জানান, দূর্গাপূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।