চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে লাইসেন্সবিহীন অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে রবিবার অভিযান চালিয়েছে পুলিশ। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আনোয়ারুল ইসলামের নেতৃত্বে জার্দিস মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় লাইসেন্স বিহীন মোটরসাইকেল আটক করা হয়। পরে আটকৃত মোটরসাইকেল মালিকদের বিরুদ্ধে ১০টি মামলা দায়ের ও ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আনোয়ার হোসেন জানান, পুলিশ অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে নানাভাবে অভিযোগ পাওয়া যায়। এ কারণে অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। পাবনার ট্রাফিক পুলিশের সার্জেন্ট শ্যামলাল এক্কা মোটরসাইকেল মালিকদের বিরুদ্ধে ১০ টি মামলা দায়ের করেন এবং ৩৮ হাজার টাকা জরিমানা করেছেন। কিছু মোটরসাইকেল আটক রয়েছে। অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।
