মোস্তাফিজুর রহমান, চাটমোহর (পাবনা) : পাবনার চাটমোহরে বৃহস্পতিবার অমৃতকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ, বার্ষিক পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মো. আব্দুল কুদ্দুস সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান মো. ইছাহক আলী মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ ফিরোজা পারভীন, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, বেসরকারি এনজিও পিসিডি’র নির্বাহী পরিচালক আলহাজ্ব মো. শফিকুল আলম, দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রোকেয়া আজাদ প্রমুখ।
এসময়ে দৈনিক যায়যায়দিন চাটমোহর প্রতিনিধি এমএস আলম বাবলু, সাপ্তাহিক অনাবিল পত্রিকার সম্পাদক প্রভাষক ইকবাল কবির রন্জু, অনলাইন স্বাধীন খবর পত্রিকার সম্পাদক জাহাঙ্গীর আলম, দৈনিক কালের কন্ঠ চাটমোহর প্রতিনিধি লতিফ রন্জু, এলডিও নির্বাহী পরিচালক নুরে আলম মন্জুসহ শিক্ষক/শিক্ষিকা অভিভাবক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরুষ্কার বিতরণ করা হয়। এছাড়া চাটমোহর উপজেলা পরিষদ নির্বাচনে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুল হামিদ মাস্টার, ভাইস চেয়ারম্যান মো. ইছাহক আলী মানিক ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ ফিরোজা পারভীনকে সম্মাননা স্বারক প্রদান করা হয়েছে।