আজ [bangla_day] / [bangla_date] / [bangla_season] / [english_date] / [hijri_date] / এখন সময় [bangla_time]

চাটমোহরে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রভাষক ফিরোজা পারভীনের ব্যাপক গণ সংযোগ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চাটমোহরের মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী প্রভাষক ফিরোজা পারভীন (ফুটবল প্রতীক) শুক্রবার সারাদিন উপজেলার বিভিন্ন ইউনিয়নে ব্যাপক গণ সংযোগ করেন।
উপজেলার বিলচলন ইউনিয়নের কুমারগাড়া, দোদারিয়া, চর সেনগ্রাম, গুনাইগাছা ইউনিয়নের জাবরকোল, চরপাড়া, বিশিপাড়া, নিমাইচড়া ইউনিয়নের মির্জাপুর, নিমাইচড়া বাজার, বিন্যাবাড়ি, গৌর নগর, মথুরাপুর ইউনিয়নের মথুরাপুর বাজার এলাকায় ব্যাপক গণ সংযোগ করেছেন তিনি।
গণ সংযোগ কালে তিনি মহিলা ভাইস চেয়ারম্যান পদে আবেগে নয়, বিবেক দিয়ে যাচাই করে যোগ্য প্রার্থীকে নির্বাচন করতে ভোটারদের প্রতি আহবান জানান এবং ফুটবল মার্কা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*