চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনা পলøী বিদ্যুৎ সমিতি-১ (চাটমোহর) আওতাধীন ৬ উপজেলায় দুই সপ্তাহ যাবৎ বিদ্যুতের লোডশেডিংয়ে মানুষের ভোগান্তি বেড়েছে। বিদ্যুতের লোডশেডিংয়ে গ্রাম গঞ্জে গড়ে ৯/১০ ঘন্টা বিদ্যুৎ থাকছে না। বিদ্যুৎ সরবরাহের ÿেত্রে খুব দ্রæত স্বাভাবিক অবস্থায় ফিরবে এমনটাই বলছে পলøী বিদ্যুৎ কর্তৃপÿ।
দেখা গেছে, গত এক মাস পূর্বেও পাবনা পলøী বিদ্যুৎ সমিতির বিদ্যুৎ সরবরাহ আশানুরুপ সন্তাষজনক ছিল। সম্প্রতি কোন কারণ ব্যতিরেকে আবারও বিদ্যুৎ লোডশেডিং শুরু হয়েছে। ভ্যাপসা গরমে জনমনে নাভিস্বাসে উঠেছে।
বিদ্যুৎ লোডশেডিং দিনের তুলনায় রাতের বেলায় বেশি হচ্ছে। ফলে মানুষ গরমে হাসফাঁস পরিস্থিতির মধ্যে বিনিন্দ্র রজনী পার করছে। এÿেত্রে সবচেয়ে বেশি অসুবিধায় পড়েছে ছোট ছোট শিশু ও বয়:বৃদ্ধ মানুষ। এছাড়া বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে মিল কলকারখানার বৈদ্যুতিক মেশিন সামগ্রী নষ্ট হয়ে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যেও স্থবিরতা লÿ্য করা যাচ্ছে। বিশেষ করে কাপড়ের দোকানে, ওয়েল্ডিং কারখানাসহ বিভিন্ন ধরনের মিল কলখানা উৎপাদিত পণ্য সঠিক সময়ে সরবরাহ করতে পারছে না বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।
লোডশেডিং বিষয়ে চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি কেএম বেলাল হোসেন স্বপন বলেন, বিদ্যুতের লোডশেডিংয়ে ÿতিগ্রস্থ হচ্ছে ব্যবসায়ীরা। মিল কল কারখানাখানায় ঘন ঘন লোডশেডিংয়ে ইলেকট্রিক যন্ত্রাংশা পুড়ে যাচ্ছে।
এব্যাপারে পাবনা পলøী বিদ্যুৎ সমিতি-১ জেনারেল ম্যানেজার মুশফিকুল হাসান বলেন, সমিতিতে নিরবিচ্ছিন্ন ভাবে বিদ্যুৎ সরবরাহের ÿেত্রে ৩৫/৩৬ মেঘাওয়াট বিদ্যুৎ প্রয়োজন। সরবরাহ পাচ্ছি ১৫/১৬ মেঘাওয়াট। যা প্রয়োজন অনুয়ায়ী একেবারেই অপ্রতুল। তাই লোডশেডিং মানুষের কষ্ট করতে হচ্ছে। দ্রæত লোডশেডিং স্বাভাবিক অবস্থায় আসবে বলে তিনি জানিয়েছেন।