মতিউর রহমান, চাটমোহর (পাবনা) : পাবনার চাটমোহরে রবিবার বিদ্যুতায়িত হয়ে হানুফা বেগম (৪০) নামে এক গৃহবধুর মরমান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথড় মাঠপাড়া গ্রামের মানিক হোসেনের স্ত্রী। জানা গেছে, ঘর থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে কয়েকদিন ধরে উঠোনে ফ্যানে ধান উড়াচ্ছিলেন।
রোববার সকালে ফ্যানের সুইচ অন করতে গেলে অসাবধনতাবশত বিদ্যুতায়িত হন হানুফা বেগম। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।