চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে বিদ্যুতায়িত হয়ে সাদ্দাম হোসেন (২৯) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি উপজেলার গুনাইগাছা ইউনিয়নের জালেশ্বর গ্রামের মো. আব্দুল কাদেরের ছেলে।
নিহতের স্বজনরা জানায়, শনিবার দুপুরে ঢাকা মির্জাপুর এলাকার একটি নির্মাণাধীন বিল্ডিংয়ের ছাঁদে রড়ের কাজ ছিলেন। পাশ দিয়ে বিদ্যুতের মেইন তাঁরের সাথে রড় লেগে বিদ্যুৎপৃষ্ঠ হলে ঘটনাস্থলে সে মারা যায় বলে তার মামা আক্কাজ আলী জানান।