চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে বুধবার রাতে ভূয়া বিকাশের এসএমএস পাঠিয়ে প্রতারণা মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সোহেল রানা (২৭) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হলেন, উপজেলার হান্ডিয়াল ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক ও স্থল গ্রামের আফছার আলীর ছেলে।
এএসপি সার্কেল (চাটমোহর) তাপস কুমার পাল জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি ফোর্স অভিযান চালিয়ে রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ছাত্রলীগ নেতা দীর্ঘদিন ধরে ভূয়া বিকাশের এসএসএস পাঠিয়ে হাজার হাজার টাকা প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে হাতিয়ে নিতেন।
এমনি একটি ভূয়া এসএমএস প্রশাসনের জনৈক এক কর্মকর্তার মোবাইলে যায়। পরে ম্যাসেসটি ভূয়া মনে হলে মোবাইল নম্বর ট্যাগ করলে বিষয়টি প্রতারণা বলে জানা যায়। পরে তাকে গ্রেফতার করা হয়।
থানায় একটি মামলা হয়েছে। প্রতারকে বৃহস্পতিবার জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে চাটমোহর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আব্দুল আলীম জানায়, কোনো প্রতারকে ছাত্রলীগ সমর্থন করে না। সে অপরাধ করেছে তাকে উপযুক্ত শা¯িÍ ভোগ করতে হবে।