জহুরুল হক, চাটমোহর (পাবনা) : পাবনার চাটমোহরে মশার কয়েলের আগুনে একটি বসবাড়ি ২ দুটি টিনের ঘর গরুসহ প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। জানা গেছে, বুধবার ভোরে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের দেবীপুর গ্রামের আব্দুল মান্নান হোসেনের ছেলে রবিউল ইসলামের গোয়াল ঘরে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে ২ টি ঘর, একটি গরু, আসবারপত্র, ধান চাউলসহ অন্যান্য জিনিসপত্র পুড়ে যায়।