শিরোনামঃ

আজ রবিবার / ৮ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ২১শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই শাওয়াল ১৪৪৫ হিজরি / এখন সময় দুপুর ১২:৩২

ঈশ্বরদী উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী নুরুজ্জামান বিশ্বাস নির্বাচিত

ঈশ্বরদী প্রতিনিধি :  পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণ ভাবে সোমবার (১৮ মার্চ) নিরুত্তাপ ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। উপজেলার ৮৪টি ভোট কেন্দ্রর ফলাফলই ঘোষনা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আহাম্মদ হোসেন ভূঁইয়া ভোটের ফলাফল ঘোষনা করেন। চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস নৌকা প্রতিকে ৪২২৩১ ভোট পেয়ে বে-সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিদ্রোহী প্রার্থী মকলেছুর রহমান মিন্টু আনারস প্রতিকে ১৮৯২৩ ভোট পয়েছেন।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ঈশ্বরদী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুস সালাম খান মাইক প্রতিকে ১৯২০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান বিশ্বাস রিপন ১৮৪৩৫ ভোট পেয়েছেন। উপজেলা মহিলা যুবলীগের আহবায়ক আতিয়া ফেরদৌস কাকলী কলস প্রতিকে ২৭০৮৩ ভোট পেয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মাহজেবীন শিরিন পিয়া ১৫৩০২ পেয়েছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ঈশ্বরদী উপজেলা পরিষদ নির্বাচনের মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪ হাজার ৩৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ২২ হাজার ৮৭৬ জন ও মহিলা ভোটার ১ লাখ ২০ হাজার ৫১২ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৮৪টি।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap