আজ রবিবার / ২৪শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ / শরৎকাল / ৮ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ / ৫ই রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি / এখন সময় রাত ১০:১৯

ঈশ্বরদীতে হেলিকপ্টারে এলো পাইলট দিপুর মরদেহ

সেলিম আহমেদ, ঈশ্বরদী থেকে : টাঙ্গাইলের মধুপুর উপজেলার রসুলপুরে বিমান বাহিনীর প্রশিণ উড়োজাহাজ বিধ্ব¯Í পাইলট উইং কমান্ডার আরিফ আহমেদ দিপু (৪২) এর মরদেহ শনিবার (২৪ নভেম্বর) হেলিকপ্টার যোগে ঈশ্বরদীতে আনা হয়। দিপুর মরদেহ বহনকারী বিমান বাহিনীর হেলিকপ্টার আজ সকাল ১১টা ২০ মিনিটের সময় আলহাজ্ব টেক্্রটাইল মিলস উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ বরে।

এসময় প্রশাসন, পুলিশ ও র‌্যাবের কর্মকর্তা ও স্বজনরা দিপুর মরদেহ গ্রহণ করেন এবং সলিমপুর ইউনিয়নের জগন্নাথপুর নিজ গ্রামে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যায়। সেখানে জানাযা শেষে তাকে ঢাকা সামরিক কবরস্থানে দাফন করা হবে। আরিফ আহমেদ দিপুর মরদেহ গ্রহণের সময় উপস্থিত ছিলেন, র‌্যাব-১২ সিরাগঞ্জের অধিনায়ক উইং কমান্ডার আব্দুল আহাদ, পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার, অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) জহুরুল হক, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহম্মদ হোসেন ভূঁইয়া,

র‌্যাব-১২ পাবনার সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকার, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহা উদ্দিন ফারুকীসহ প্রশাসন ও পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও আলহাজ্ব টেক্্রটাইল মিলস উচ্চ বিদ্যালয়ের মাঠের চারপাশে হাজার হাজার মানুষ পাইলট আরিফ আহমেদ দিপুর মরদেহ দেখতে ভিড় জমায়।
দুপুর ১২টায় জগন্নাথপুর গ্রামে পাইলট আরিফ আহমেদ দিপুর জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় পাবনা জেলা প্রশাসক জসিম উদ্দিন, নিহতের স্বজন, এলাকাবাসি, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে দুপুর ১২টা ৩৫ মিনিটের সময় আরিফ আহমেদ দিপুর লাশ বহনকারী হেলিকপ্টারটি আলহাজ্ব টেক্্রটাইল মিলস উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap