ঈশ্বরদী প্রতিনিধি : ঈশ্বরদীতে এক শিশু শিার্থীকে ধর্ষনের অভিযোগে হজরত আলী (৫৫) নামের এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষিতা শিশুটিকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আট বছর বয়সের ধর্ষিতা শিশুটি ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের বরইচরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী । ধর্ষক হজরত আলী একই এলাকার আবুল কামারের ছেলে। শুক্রবার রাতে ধর্ষককে উপজেলার বরইচরা গ্রাম থেকে গ্রেফতার করেছে ঈশ্বরদী থানা পুলিশ।
শিশুটির বাবা-মা,স্থানীয় লোকজন ও পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার স্কুল হতে বাড়ি ফেরার সময় স্থানীয় বাসিন্দা হজরত আলী ওই শিশুকে রা¯Íা থেকে জোরপূর্বক তুলে নিয়ে বাড়ির পেছনে লিচু বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। স্কুল ফেরত অন্যান্য শিার্থীরা ঘটনাটি তার বাড়িতে এসে জানালে বাড়ির লোকজন ও প্রতিবেশিরা গিয়ে শিশুটিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী হাসপাতালে এবং অবস্থান অবনতি ঘটলে পরে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
স্কুলের প্রধান শিক রহমত আলী,সভাপতি ও স্থানীয় ইউপি মেম্বার নুরুল ইসলাম, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দীন এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ ঘটনায় ঈশ্বরদী থানায় মামলা দায়ের ও শনিবার সকালে হজরত আলীকে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।