সেলিম আহমেদ, ঈশ্বরদী থেকে : পদ্মা বিধৌত উত্তবঙ্গের প্রবেশদ্বার তিলোত্তমা নগরী ঈশ্বরদী শহরের প্রাণ কেন্দ্র রেলগেটের উপজেলা সড়কে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংক’র শাখার আজ বৃহস্প্রতিবার দুপুরে শুভ উদ্বোধন হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংক’র শাখার উদ্বোধন করেন মোঃ সাইফুল ইসলাম এভিপিও বিভাগীয় প্রধান ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংক রাজশাহী।
রেলগেট পশ্চিম বাজার ব্যবসায়ি সমিতির সভাপতি আক্তারুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ শাখাওয়াত হোসেন এরিয়া ম্যানেজার ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংক পাবনা, রেলগেট পশ্চিম বাজার ব্যবসায়ি সমিতির সাধারন সম্পাদক আসাদুজ্জামান, ঈশ্বরদী প্রেসকাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী প্রেসকাবের সাবেক সাধারন সম্পাদক এসএম ফজলুর রহমান, সাপ্তাহিক ঈশ্বরদীর সম্পাদক সেলিম সরদার ও সাপ্তাহিক বিজয় দীপ্তের সম্পাদক তৌহিদ আক্তার পান্না। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংক ঈশ্বরদী শাখার পরিচালক নিলুফা আক্তার বানু।
বক্তারা বলেন, মানুষের দোড় গোড়ায় সেবা পৌছে দিতেই ঈশ্বরদীতে ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংক শাখার উদ্বোধন হয়েছে। বাংলাদেশ ব্যাংক থেকে অনুমোদিত হয়ে এখানে সঞ্চয়ি হিসাব, চলতি হিসাব, ডিপিএস, ফিক্্র ডিপোজিট, সুদ মুক্ত হিসাব, এটিএম কার্ড, চেক, বায়োমেট্রিক পদ্ধতিতে একাউন্ট খোলাসহ নানা ধরনের সুুযোগ-সুবিধা প্রদান করা হবে।
প্রমত্তা পদ্মার তীর ঘেষে গড়ে উঠা বাংলাদেশের পশ্চিমাঞ্চলের রেলওয়ে হেড কোয়াটার, রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র, ঐতিহাসিক হাডিঞ্জব্রীজ, লালনশাহ সেতু, সুগারক্রপ, ডাল ও কৃষি গবেষণা ইনস্টিটিউট, রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড), আলহাজ্ব টেক্্রটাইল মিলস্, চাল ও রাইসব্রান উৎপাদনে বিখ্যাত হলো ঈশ্বরদী। এই শাখার উদ্বোধন হওয়াতে এতোদঞ্চলের ব্যবসায়িসহ সকল গ্রাহক নানা ধরনের সুযোগ-সুবিধা পাবেন। আমাদের সম্মানিত গ্রাহকদের সার্বÿণিক সেবা প্রদানে আমরা অঙ্গিকারবদ্ধ।