শিরোনামঃ

আজ শনিবার / ২২শে অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ / হেমন্তকাল / ৭ই ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ / ৫ই জমাদিউস সানি ১৪৪৬ হিজরি / এখন সময় রাত ৪:১২

ঈশ্বরদীতে জেল হত্যা দিবস পালিত

সেলিম আহমেদ, ঈশ্বরদী থেকে : ঈশ্বরদী উপজেলা ও পৌর আওয়ামীলীগের উদ্যোগে জেল হত্যা দিবসে জাতীয় চার নেতাকে স্মরণ করা হয়। দিবসটি উপলে আজ শনিবার সকাল ০৭ টায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পাবনা জেলা আওয়ামীলীগের সভাপতি ও মাননীয় ভূমিমন্ত্রী আলহাজ্ব শামসুর রহমান শরীফ ডিলু এমপি, পাবনা জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেবিন শিরিন পিয়া, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, সহ-সভাপতি গোলাম মো¯Íফা চান্না মন্ডল, পৌর আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদুল আলম ফরিদ,আওয়ামীলীগ নেতা গোলবার হোসেন, জুলমত হায়দার,

উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কবির আলী হিরু মাষ্টার, উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল, পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লব, সাধারন সম্পাদক আরিফুর রহমান লিটন, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সুমন দাস, পৌর ছাত্রলীগের সভাপতি আবুল কালাম আজাদ, কলেজ ছাত্রলীগের সভাপতি খন্দকার আরমান, কাউন্সিলর কামাল হোসেন, যুবলীগ নেতা রফিকুল ইসলাম রাফিক, বুলবুল আহমেদ, রুহুল আমিন কুদ্দুস ও হাবিবুর রহমান। পতাকা উত্তোলন ও পুষ্পমাল্য অর্পণের সময় কালো ব্যাচ ধারন করা হয়নি, চার নেতার কোন ছবিও সেখানে শোভা পায়নি।
১৯৭৫ সালের ৩রা নভেম্বর জেলের ভেতরে ঢুকে জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, মুহাম্মদ কামরুজ্জামান ও ক্যাপ্টেন মনসুর আলীকে নির্মম ভাবে হত্যা করে স্বাধীনতা বিরোধী ঘাতকরা। গভির শোকের এই দিনটি বাঙালি জাতি ভিষণ শ্রদ্ধা আর ভালোবাসার সঙ্গে পালন করে আসছে।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap